শিমলার কোটখাইতে ভয়াবহ অগ্নিকাণ্ড, গৃহহীন আট পরিবার
শিমলা, ৩ ডিসেম্বর (হি.স.) : বুধবার দুপুরে শিমলা জেলার কোটখাই তহসিলের বাদভি গ্রামে প্রথমে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। দুপুর ১২:১৫ নাগাদ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বাড়িগুলিকে গ্রাস করে নেয়। খবর পেয়ে, কোটখাই থানার পুলিশ এবং দমকল বাহিন
শিমলার কোটখাইতে ভয়াবহ অগ্নিকাণ্ড, গৃহহীন আট পরিবার


শিমলা, ৩ ডিসেম্বর (হি.স.) : বুধবার দুপুরে শিমলা জেলার কোটখাই তহসিলের বাদভি গ্রামে প্রথমে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। দুপুর ১২:১৫ নাগাদ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বাড়িগুলিকে গ্রাস করে নেয়। খবর পেয়ে, কোটখাই থানার পুলিশ এবং দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে।

জানা গেছে, প্রকাশ সানওয়াতের বাড়িতে প্রথম আগুন লাগে। কাঠের কাঠামো থাকায় বাড়িটি দ্রুত আগুনে পুড়ে যায়। আগুনের গ্রাসে ৫০টি ঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। ঘটনায় গৃহহীন হয়ে পড়েছে আটটি পরিবার।

দমকলের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়| আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হলেও, ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। প্রাথমিক তদন্তে আগুনের কারণ হিসেবে শর্ট সার্কিটকে চিহ্নিত করা হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande