“ভোট চাইতে আসিনি, মনের দুশ্চিন্তা দূর করতে এসেছি”, জনসভায় মমতা
মালদা, ৩ ডিসেম্বর, (হি.স.): ‘‘আমি ভোট চাইতে আসিনি। আপনাদের মনে যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা দূর করতে এসেছি। আপনাদের পাশে দাঁড়াতে এসেছি।” বুধবার মালদার গাজলের সভা থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি সকলকে বলতে চাই,
মমতা বন্দ্যোপাধ্যায়


মালদা, ৩ ডিসেম্বর, (হি.স.): ‘‘আমি ভোট চাইতে আসিনি। আপনাদের মনে যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা দূর করতে এসেছি। আপনাদের পাশে দাঁড়াতে এসেছি।” বুধবার মালদার গাজলের সভা থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমি সকলকে বলতে চাই, আপনারা নিশ্চিন্তে থাকুুন। কেউ ভয় পাবেন না। ভীত হবেন না।’’ তাঁর সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য কী কী জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, তাতে কারা কী উপকার পাচ্ছেন, তারও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি এ-ও বলেন, ‘‘আজীবন লক্ষ্মীর ভান্ডার থাকবে।’’

সামনের বছরই বিধানসভা নির্বাচন বাংলায়। বাংলার ‘ভোটারদের অধিকার রক্ষার্থে’ বুধবার মালদায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়েও সরব হন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande