আগরতলা এমবিবি বিমানবন্দরে অবিলম্বে আন্তর্জাতিক উড়ান চালুর দাবি সাংসদ বিপ্লবের
আগরতলা, ৩ ডিসেম্বর (হি.স.) : এমবিবি বিমানবন্দর, আগরতলায় অবিলম্বে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর আহ্বান জানালেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। বুধবার সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রক ও বেসামরিক বিমান
আগরতলা এমবিবি বিমানবন্দর


আগরতলা, ৩ ডিসেম্বর (হি.স.) : এমবিবি বিমানবন্দর, আগরতলায় অবিলম্বে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর আহ্বান জানালেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। বুধবার সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রক ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে জানান, আগরতলার এমবিবি বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

সাংসদ বিপ্লব বলেন, “এমবিবি বিমানবন্দর আধুনিক পরিকাঠামো সমৃদ্ধ। রয়েছে ২০টি চেক-ইন কাউন্টার, চারটি অ্যারোব্রিজসহ বছরে ৩০ লক্ষ যাত্রী পরিষেবা দেওয়ার ক্ষমতা। রাজ্য সরকার ইতিমধ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে ১৮.৮৫ কোটি টাকা বরাদ্দ করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে যেসব কারিগরি সমস্যার কথা আগে বলা হয়েছিল, তা সমাধান হয়ে গেছে। ইমিগ্রেশন কাউন্টারের জন্য ত্রিপুরা সরকার ২৫ জন পুলিশ কর্মকর্তার তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে বলেও জানান সাংসদ।

বিপ্লব দেবের দাবি, সম্প্রতি এমবিবি বিমানবন্দরকে সীমান্তবর্তী বিমানবন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে এবং বড় পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে গ্রাউন্ড লাইটিং সিস্টেমও স্থাপন করা হয়েছে। তাই এখন আর কোনও বাধা নেই আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করতে।

তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানান, দ্রুত বিষয়টি বিবেচনা করে আগরতলা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে উত্তর–পূর্বাঞ্চলের মানুষ বিশেষ করে ত্রিপুরা ব্যাপকভাবে উপকৃত হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande