
কলকাতা, ৩ ডিসেম্বর, (হি.স.): বুধবার প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলায় সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করেছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। কারণ হিসেবে বলা হয়েছে, ৯ বছর পর চাকরি কেড়ে নিলে শিক্ষাক্ষেত্রে তো বটেই, তাদের পরিবারের ওপরও চাপ পড়বে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বভাবতই এই রায় নিয়ে বিরূপ মনোভাব প্রকাশ করেছেন।
এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায়ের প্রসঙ্গে টেনে তিনি এদিন সংবাদমাধ্যমে বলেন, ''এসএসসি-র ক্ষেত্রে পদ্ধতি দেখানো হয়েছে, প্রাথমিকের ক্ষেত্রে ৯ বছরের চাকরি, পরিবারের ক্ষেত্র দেখানো হয়েছে। এক-একটি বেঞ্চ, এক-একজন বিচারপতির ব্যাখ্যা এক-একেক রকম।''
তৃণমূল সরাসরি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই মামলার রায় দিয়েছিলেন, তাঁকে কটাক্ষ করেছে।তাহলে এই রায় নিয়ে শুভেন্দুবাবুর কী মত?
প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''সিঙ্গল বেঞ্চের রায় ছিল তথ্য এবং নথির ভিত্তিতে। আর ডিভিশন বেঞ্চের রায় হয়েছে ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার পরিবারের কথা ভেবে। তবে আমি মনে করি আইনে সবসময়ে নথি এবং তথ্যের ওপরই জোর দেওয়া উচিত।''
প্রসঙ্গত, এই বছরের ১২ নভেম্বর শুনানি শেষ হওয়ার পরে প্রায় তিন সপ্তাহ অপেক্ষা করতে হয় সকলকে। অবশেষে বুধবারের রায় জানিয়ে দিল - প্রাথমিকের ৩২ হাজার নিয়োগ বৈধ। ফলে প্রায় দু’বছরের অনিশ্চয়তার পরে চরম স্বস্তিতে শিক্ষকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত