
মালদা, ৩ ডিসেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গ থেকে বিজেপি-কে উৎখাতের নিদান দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-কে 'ছারপোকা'র সঙ্গে তুলনা করে বলেন, ছারপোকা খাটে থাকে, কামড়ায়, যতক্ষণ না মারছেন, ও কামড়াবে। এদেরকেও রাজনৈতিকভাবে সরিয়ে দিতে হবে। যাতে আর কখনও বাংলার ক্ষতি করতে পারে না।
বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ এনে মমতা বলেন, আমি কমিউনাল পলিটিক্স করি না। আমি সেক্যুলার পলিটিক্স করি। সংবিধান মানি। সব ধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার নিরাপত্তা নিশ্চিত করি। তাই এখানে অরাজকতা সৃষ্টি করতে দেব না।”
বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে তিনি বলেন, এসআইআর-এর জন্য কত মানুষ মারা গিয়েছে৷ তোমাদের লজ্জা করে না? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? বাংলা ভাষায় কথা বললে সবাই বাংলাদেশি? সোনালি কি বাংলাদেশি ছিল? তার সমস্ত নথি তো ভারতীয়! তাঁকে কেন বাংলাদেশে জোর করে পাঠানো হল? বাংলা ভাষার উপর আক্রমণের জবাব তোমাদের দিতে হবে৷ আমি বাংলা ভাষাতেই কথা বলব৷ পারলে আমার গলা কেটে দিও৷
মমতার দাবি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে ন’জন বিএলও মারা গিয়েছেন৷ রাজস্থানে মারা গিয়েছেন৷ বাংলায় অনেকজন মারা গিয়েছেন। ১৩ জন হাসপাতালে ভর্তি আছেন৷ তিনজন নিজেকে শেষ করতে গিয়েছিলেন। ছ’মাস আগে থেকেই বাংলায় সমস্ত উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছে৷
ভারতীয় নাগরিকদের ফের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে৷ কেউ ভয় পাবেন না৷ কেউ কাউকে বাংলাদেশে পাঠাতে পারবে না৷ কেউ ডিটেনশন ক্যাম্পে যাবেন না৷ আগামী ১২ তারিখ থেকে ব্লকে ব্লকে আমরা সহায়তা ডেস্ক চালু করছি৷ আপনাদের সমস্ত কাজ সেখানেই করে দেওয়া হবে৷
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত