
মালদা, ৩ ডিসেম্বর, (হি.স.): ফারাক্কার ড্রেজিং থেকে ভাঙন রোধ, রাজ্যের টাকা কেটে নেওয়— বহুবিধ কটাক্ষে কেন্দ্রকে বিদ্ধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গাজোলের সভামঞ্চে তোপ দেগে ফের কেন্দ্রীয় সরকারকে আবারও তীব্র আক্রমণ করলেন তিনি।
এদিন বক্তৃতার শুরুতেই গঙ্গা-ফুলহর-মহানন্দার ভাঙনের কথা বলেন তৃণমূল নেত্রী ৷ তাঁর বক্তব্যে উঠে আসে আত্রেয়ী, পুনর্ভবা, টাঙনের ভাঙনের কথাও৷ দাবি করেন, আগে গঙ্গার ভাঙন রোধের দায়িত্ব ছিল কেন্দ্রের৷ কিন্তু তারা নিজেদের কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলেছে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “ফারাক্কার ড্রেজিং হয় না। ভাঙন রোধে কেন্দ্র কিছুই করেনি। মালদা ও মুর্শিদাবাদে নদী ভাঙন আজ সবচেয়ে বড় সমস্যা। রাজ্য ২০০ কোটি টাকা দিয়েছে। বর্তমানে ৮৭ কোটি টাকায় ১৭ টি প্রকল্পের কাজ চলছে বলে জানান তিনি৷
কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের স্বার্থে তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
বিজেপিকে সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “সারা দেশ দখল করেও লজ্জা হয় না? মানুষ ক্ষমা করবে না। আজ ক্ষমতায় আছো, কাল থাকবে না।” এছাড়াও তিনি অভিযোগ করেন, “রাজ্যের টাকা কেটে নিচ্ছে কেন্দ্র। বাংলা জানে, বাংলার মানুষ দেখছে। উন্নয়ন থামানোর জন্য ৬ মাস আগে থেকে রাজ্যকে অপদস্থ করার চেষ্টা হচ্ছে। এসআইআর করছে, প্রশাসনিক কাজ আটকে দিচ্ছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত