
কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স.): আইনের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাদার ব্যবহারজীবীর সাফল্য কামনা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, যাঁরা অক্লান্তভাবে আইনের শাসনকে সমুন্নত রাখেন এবং প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করেন, আইনজীবী দিবসের এই বিশেষ উপলক্ষে, আমি সমগ্র আইনজীবী সমাজকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে এমন একটি ন্যায্য, ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ বিচার ব্যবস্থার প্রতি আপনাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার জন্য আপনারা সমস্ত প্রশংসার দাবিদার। আইনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবহারজীবীর ন্যায়বিচারের মহৎ সাধনায় পুনর্জাগরণ এবং সাফল্য কামনা করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত