“বাংলায় বিরোধীদের বিসর্জন হয়েছে”, এসএসসি-র নিয়োগ-রায়ে দাবি তৃণমূলের
কলকাতা, ৩ ডিসেম্বর, (হি.স.): এসএসসি প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগের মামলার বুধবারের রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে নিশানা করে রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হয়েছে, বাংলায় বিরোধীদের বিসর্জন হয়েছে। তৃণমূল কাউন্সিলর অরূপ চক্র
“বাংলায় বিরোধীদের বিসর্জন হয়েছে”, এসএসসি-র নিয়োগ-রায়ে দাবি তৃণমূলের


কলকাতা, ৩ ডিসেম্বর, (হি.স.): এসএসসি প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগের মামলার বুধবারের রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে নিশানা করে রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হয়েছে, বাংলায় বিরোধীদের বিসর্জন হয়েছে।

তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর বক্তব্য, ঢাকি সমেত বাংলা বিরোধীদের বিসর্জন হয়েছে। তিনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন - সেটা আজ স্পষ্ট হয়েছে।

অরূপের দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র চাকরি খাওয়ার জন্য রায় দিয়েছিলেন। পাশাপাশি বাংলা বিরোধীরা, কাক-চিল-শকুনের মতো অপেক্ষা করছিলেন রাজ্যের যুবক-যুবতীদের ভবিষ্যৎ নষ্ঠ হওয়ার, মেরুদণ্ড ধ্বংস হওয়ার। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তাতে প্রমাণ হয়েছে যে, রাজ্যের নিয়োগ সঠিক ছিল। এতে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ হয়েছে।

কিন্তু এই রায়ের প্রতিক্রিয়ায় হঠাৎ 'ঢাকি সমেত বিসর্জন' - উক্তিটি করলেন কেন অরূপবাবু? আসলে ২০২২ সালে ২০১৬-র প্রাথমিকে ভুয়ো নিয়োগ সংক্রান্ত মামলায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande