
ঝুনঝুনু, ৩ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের ঝুনঝুনুর উদয়পুরবাটিতে পুলিশের তৎপরতায় বুধবার গ্রেফতার এক মাদক পাচারকারী। সঙ্গে উদ্ধার হলো ৭০ প্যাকেট মাদক দ্রব্য । যার বাজার দর আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা।
এদিন এক পুলিশ আধিকারিক জানান , বেশ কিছুদিন আগে পুলিশের কাছে খবর আসে ওড়িশা থেকে উদয়পুরবাটিতে মাদক প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই তথ্য অনুযায়ী জয়পুর রাজ্য সড়কে প্রতিটি গাড়িতে পুলিশ তল্লাশি চালায়। সেইসময় তারা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ৭০ প্যাকেট মাদক দ্রব্য, যার বাজার দর ৩.৫ কোটি টাকা। এই ঘটনায় পুলিশ এক পাচারকারীকে গ্রেফতার করেছে, তবে অপরজন এখনও পর্যন্ত পলাতক । বেশ কিছুদিন আগে এই এলাকা থেকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক