মানিকতলার কাছে দুর্ঘটনা, লরির ধাক্কায় গুরুতর জখম স্কুল পড়ুয়া
কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স.): কলকাতার মানিকতলার কাছে ভয়াবহ দুর্ঘটনা। বেঙ্গল কেমিক্যাল মোড়ে লরির ধাক্কায় গুরুতর জখম স্কুল পড়ুয়া। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাওয়ার পথে বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিছন থেকে বাইকে ধাক্কা মারে বেপরোয়া লরির।
বাঁকুড়ায় রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু এক বৃদ্ধের


কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স.): কলকাতার মানিকতলার কাছে ভয়াবহ দুর্ঘটনা। বেঙ্গল কেমিক্যাল মোড়ে লরির ধাক্কায় গুরুতর জখম স্কুল পড়ুয়া। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাওয়ার পথে বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিছন থেকে বাইকে ধাক্কা মারে বেপরোয়া লরির। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ওই ছাত্র। তখনই ওই ছাত্রকে পিষে দেয় লরিটি। আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। লরির চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল বছর ১২-র ওই কিশোর। সেই সময় পিছন থেকে একটি লরি বাইকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ওই ছাত্র। তখনই তাঁকে পিষে দেয় লরিটি। আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। লরির চালককে পাকড়াও করে ফুলবাগান থানার হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। আটক করা হয়েছে লরিটিকে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande