ভারত-বাংলাদেশ সীমান্তে ৩ কোটি টাকার সোনার বিস্কুট সহ ধৃত চোরাকারবারী
নদিয়া, ৩ ডিসেম্বর (হি.স.) : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা নদিয়া জেলায় একটি বড় অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে, ৩২তম ব্যাটালিয়নের বর্ডার
ভারত-বাংলাদেশ সীমান্তে ৩ কোটি টাকার সোনার বিস্কুট সহ ধৃত চোরাকারবারী


নদিয়া, ৩ ডিসেম্বর (হি.স.) : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা নদিয়া জেলায় একটি বড় অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে, ৩২তম ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট টুঙ্গির জওয়ানরা এক বাংলাদেশি চোরাকারবারীকে গ্রেফতার করে।

বিএসএফ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত ২০টি সোনার বিস্কুটের মোট ওজন ২৩৫৪.৭৩ গ্রাম, যার আনুমানিক মূল্য ৩,০৫,৯৯,৭১৬ টাকা।

২ ডিসেম্বর বিকেলে টুঙ্গি সীমান্ত ফাঁড়ি থেকে খবর আসে যে বাংলাদেশি চোরাকারবারীরা জলপথ দিয়ে ভারতে সোনা পাচারের চেষ্টা করতে পারে। তথ্য পাওয়ার পর, সীমান্ত এলাকায় অতর্কিত তল্লাশি চালানো হয়।

বিকেল ৫টার দিকে, দুই সন্দেহভাজন ব্যক্তিকে ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখা যায়। জওয়ানরা তাদের থামানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই একজন চোরাকারবারীকে আটক করা হয়, অন্যজন অন্ধকারের আড়ালে পালিয়ে যেতে সক্ষম হয়।

তল্লাশির সময়, জলাশয়ের মধ্যে লুকিয়ে থাকা বেশ কয়েকটি প্যাকেট সোনার বিস্কুট পাওয়া যায়। ধৃত চোরাকারবারীকে জিজ্ঞাসাবাদের জন্য টুঙ্গি ফাঁড়িতে আনা হয়, যেখানে সে বাংলাদেশের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সীমান্ত চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সোনা ভারতের কাউকে হস্তান্তর করার কথা ছিল, যার বিনিময়ে তাকে অর্থ প্রদান করতে হবে।

বিএসএফ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য চোরাকারবারীদের এবং উদ্ধার হওয়া সোনা সংশ্লিষ্ট দফতরের কাছে হস্তান্তর করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande