পঞ্চম দিনেও বাজিমাত তেরে ইশক মে
মুম্বই, ৩ ডিসেম্বর (হি.স.): ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেরে ইশক মে । কৃতি শ্যানন এবং ধানুশ অভিনীত এই ছবি মুক্তির প্রথম সপ্তাহেই সাফল্যের শীর্ষে । ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল. রাই । টানটান উত্তেজনা , প্রেম ও আবেগের সংমিশ্রণ সবমিলিয়ে
পঞ্চম দিনেও বাজিমাত তেরে ইশক মে


মুম্বই, ৩ ডিসেম্বর (হি.স.): ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেরে ইশক মে । কৃতি শ্যানন এবং ধানুশ অভিনীত এই ছবি মুক্তির প্রথম সপ্তাহেই সাফল্যের শীর্ষে । ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল. রাই । টানটান উত্তেজনা , প্রেম ও আবেগের সংমিশ্রণ সবমিলিয়ে গল্পের পটভূমি যে প্রেক্ষাগৃহে দর্শক টানতে যথেষ্ট সফল , তা বলাই বাহুল্য।

বুধবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, মুক্তির পঞ্চম দিনে অর্থাৎ মঙ্গলবার ছবিটি আয় করেছে ১০.২৫ কোটি টাকা । চতুর্থ দিনে আয়ের পরিমাণ ৮.৭৫ কোটি টাকা । প্রথম পাঁচদিনে ছবির মোট আয় ৭১ কোটি টাকা , যা বরুণ ধাওয়ানের ভেদিয়ার রেকর্ডকে ছাড়িয়েছে ।

উল্লেখ্য, তেরে ইশক মে কৃতি শ্যাননের সপ্তম হিট ছবি । এর আগে হাউসফুল ৪' (১৯৪.৬০ কোটি), 'দিলওয়ালে' (১৪৮.৭২ কোটি), 'আদিপুরুষ' (১৩৫.০৪ কোটি), 'লুকা ছুপি' (৯৪.৭৫ কোটি), 'ক্রু' (৮৯.৯২ কোটি), এবং 'তেরি বাতে মে অ্যায়সা উলজা জিয়া' (৮০.৮৮ কোটি) ছবিগুলির হাত ধরে বলিউডে জনপ্রিয়তা পেয়েছেন তিনি ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande