চেন্নাইয়ে লাগাতার বৃষ্টিতে বাড়ি ধসে তিনজন আহত
চেন্নাই, ৩ ডিসেম্বর (হি.স.) : ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে, মঙ্গলবার গভীর রাতে চেন্নাইয়ের পুরসাইভাক্কাম এলাকায় একটি তিনতলা পুরাতন বাড়ি ধসে পড়ে। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাদের পাক্কাপেরুমাল সরকারি
চেন্নাইয়ে লাগাতার বৃষ্টিতে বাড়ি ধসে তিনজন আহত


চেন্নাই, ৩ ডিসেম্বর (হি.স.) : ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে, মঙ্গলবার গভীর রাতে চেন্নাইয়ের পুরসাইভাক্কাম এলাকায় একটি তিনতলা পুরাতন বাড়ি ধসে পড়ে। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাদের পাক্কাপেরুমাল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের মতে, বাড়িটির নিচের তলায় দোকান এবং উপরের তলায় আবাসিক ফ্ল্যাট ছিল। টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভবনটির একটি অংশ দুর্বল হয়ে পড়ে, মঙ্গলবার গভীর রাতে জোরে শব্দ হয়, এরপর বাড়িটি ভেঙে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী এবং ওটেরি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া দুই মহিলাসহ তিনজনকে উদ্ধার করে উদ্ধারকারীরা। পুলিশ জানিয়েছে যে আহতরা সকলেই বিপদমুক্ত এবং সামান্য আঘাত পেয়েছেন।

চেন্নাই পুরসভার মতে, গত দুই দিনে শহরের বিভিন্ন স্থানে ৪৮টি গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। অনেক নিচু এলাকায় জল জমার কারণে স্থানীয়রা দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল ব্যারিকেড করে ঘিরে দেয়। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে বাড়িটি অনেক পুরনো ছিল এবং ভারী বৃষ্টিপাতের কারণে এর কাঠামো দুর্বল হয়ে পড়েছিল পুলিশ বর্তমানে বিষয়টি আরও খতিয়ে দেখছে ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande