ফিরোজাবাদে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী
ফিরোজাবাদ, ৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ফিরোজাবাদের পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী। ধৃতদের নাম আলতাফ এবং হাসনাইন । দুজনেই মক্কা কলোনির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কার্তুজ এবং চুরি যাওয়া মোবাইল ফোন । বুধবার এক পুলিশ
ফিরোজাবাদে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী


ফিরোজাবাদ, ৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ফিরোজাবাদের পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী। ধৃতদের নাম আলতাফ এবং হাসনাইন । দুজনেই মক্কা কলোনির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কার্তুজ এবং চুরি যাওয়া মোবাইল ফোন ।

বুধবার এক পুলিশ আধিকারিক জানান, গত ১২ অক্টোবর এক অভিযোগকারী মাখনপুর থানায় অভিযোগ দায়ের করে । তার অভিযোগ ছিল, মাখনপুর থানার অন্তর্গত এলাকার বিল্তিগড় মোড়ে ধৃতরা মোবাইল ফোন ছিনতাই করে । তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায় এবং শিকোহাবাদ মাখনপুর সড়কের কাছে টহল দেওয়ার সময় দুই বাইক আরোহীকে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশকে দেখামাত্রই গুলি চালাতে শুরু করে বাইক আরোহীরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ । পুলিশের গুলিতে দুজনের পা জখম হয় । এরপর তাদের গ্রেফতার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande