হাওড়া আমতা শাখায় ট্রেন থেকে পড়ে আহত মহিলা
হাওড়া, ৩ ডিসেম্বর (হি.স.) : হাওড়া–আমতা শাখার লোকাল ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে আহত হলেন এক মহিলা। বুধবার দুপুরে মহেন্দ্রলাল স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে
হাওড়া আমতা শাখায় ট্রেন থেকে পড়ে আহত মহিলা


হাওড়া, ৩ ডিসেম্বর (হি.স.) : হাওড়া–আমতা শাখার লোকাল ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে আহত হলেন এক মহিলা। বুধবার দুপুরে মহেন্দ্রলাল স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই মহিলা সেখানেই পড়ে ছিলেন বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, ঘটনাটি আমতা থেকে হাওড়ামুখী লোকাল ট্রেনে যাত্রাকালীন ঘটে থাকতে পারে। তাঁরা জানান, গেটম্যানকে বারবার আরপিএফ-কে ও থানায় খবর দেওয়ার বিষয়ে অনুরোধ করা হলেও কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। পরে স্থানীয়রাই জগৎবল্লভপুর থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে জগৎবল্লভপুরের গোয়ালপোতা হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande