যাত্রাপুরে গাঁজা বিরোধী অভিযানে ধ্বংস ১ লক্ষ ১৮ হাজার গাছ
সোনামুড়া (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার উদ্যোগে পরিচালিত হল এক বিশাল গাঁজা ধ্বংস অভিযান। যাত্রাপুর থানার পুলিশ ও টিএসআর জওয়ানদের যৌথ অভিযানে থলিবাড়ির ধৈলাইর জঙ্গলে ছড়িয়ে থাকা মোট ২০টি প
গাঁজা বাগিচা ধ্বংস


সোনামুড়া (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার উদ্যোগে পরিচালিত হল এক বিশাল গাঁজা ধ্বংস অভিযান। যাত্রাপুর থানার পুলিশ ও টিএসআর জওয়ানদের যৌথ অভিযানে থলিবাড়ির ধৈলাইর জঙ্গলে ছড়িয়ে থাকা মোট ২০টি প্লটে প্রায় ১ লক্ষ ১৮ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার সকালে বিশেষ দল অভিযান চালায়। জঙ্গলের ভেতরে সযত্নে লাগানো বিপুল পরিমাণ গাঁজা গাছ উদ্ধার করে ক্রমান্বয়ে কেটে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার অফিসার-ইন-চার্জ, যাঁর নির্দেশে টিএসআর-এর একটি বিশেষ টিমও অংশ নেয়।

প্রশাসন জানিয়েছে, মাদক চাষ ও পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারে এ ধরণের অভিযান আগামী দিনেও চলবে। পুলিশের দাবি, এই অঞ্চলে মাদকচক্রের ওপর বড় ধরনের আঘাত হানতেই এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande