সোনামুড়ায় নাবালিকা নির্যাতন মামলায় দুই দিন পর অভিযুক্ত জহর মিয়া গ্রেফতার
সোনামুড়া (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : নাবালিকা যৌন নির্যাতন মামলায় অভিযোগ দায়েরের দুই দিন পর অবশেষে গ্রেফতার হলেন অভিযুক্ত জহর মিয়া। সিপাহীজলা জেলার সোনামুড়া থানার নেতৃত্বে বোধজংনগর ও আমতলি থানার পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় আগরতলার নন্দননগর নো
ত্রিপুরা পুলিশ


সোনামুড়া (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : নাবালিকা যৌন নির্যাতন মামলায় অভিযোগ দায়েরের দুই দিন পর অবশেষে গ্রেফতার হলেন অভিযুক্ত জহর মিয়া। সিপাহীজলা জেলার সোনামুড়া থানার নেতৃত্বে বোধজংনগর ও আমতলি থানার পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় আগরতলার নন্দননগর নোয়াবাদী এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সোনামুড়া থানার ওসি তাপস দাস।

তিনি জানান, গত ১ ডিসেম্বর বিকাল ৩:৪৫ মিনিটে নাবালিকার পরিবার থেকে অভিযোগ পায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করে সোনামুড়া থানায় ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়। অভিযোগের দিন থেকেই প্রধান অভিযুক্ত জহর মিয়া পলাতক ছিল বলে জানান ওসি।

পুলিশের তরফে আরও জানানো হয়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে তিন থানার যৌথ বিশেষ দল মঙ্গলবার রাতে নন্দননগরের নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে জহর মিয়াকে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande