চুড়াইবাড়িতে তল্লাশিতে তীব্র যানজট, ক্ষুব্ধ লরি চালকদের বিক্ষোভ
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : অসম–ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি গেটে নেশা বিরোধী তল্লাশি অভিযানে তৈরি হয়েছে তীব্র যানজট। অত্যাধুনিক স্ক্যানিং বা চেকিং ব্যবস্থা না থাকায় জাতীয় সড়কের উপর শত শত গাড়ি আটকে পড়ে দুর্ভোগে পড়েছেন লরি চালক
বিক্ষোভ


চুড়াইবাড়ি (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : অসম–ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি গেটে নেশা বিরোধী তল্লাশি অভিযানে তৈরি হয়েছে তীব্র যানজট। অত্যাধুনিক স্ক্যানিং বা চেকিং ব্যবস্থা না থাকায় জাতীয় সড়কের উপর শত শত গাড়ি আটকে পড়ে দুর্ভোগে পড়েছেন লরি চালক থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ির চালক ও যাত্রীরা।

প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি অসমে বৃহৎ আকারের গাঁজা উদ্ধার হওয়ার পর শীর্ষ মহল থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ফলে চুড়াইবাড়ি গেটে চলছে কড়া নজরদারি ও চিরুনি তল্লাশি। কিন্তু তল্লাশির জন্য পর্যাপ্ত খালি জায়গা না থাকায় গাড়িগুলিকে সরাসরি জাতীয় সড়কের উপর থামিয়ে পরীক্ষা করতে হচ্ছে। এর ফলেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার বিকেলে ক্ষুব্ধ লরি চালকরা জাতীয় সড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, দীর্ঘ লাইনের কারণে চার-পাঁচদিন পর্যন্ত আটকে থাকতে হচ্ছে। নেই পানীয় জলের ব্যবস্থা, নেই শৌচালয় বা বিশ্রামাগার। খাদ্যের ব্যবস্থাও অত্যন্ত সীমিত, ফলে বিপাকে পড়ছেন চালক সহ যাত্রীরা। রোগী নিয়ে চলাচলকারী গাড়িগুলিকেও একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

লরি চালকদের একাংশ গুরুতর অভিযোগ তুলে বলেন, কিছু স্থানীয় দালাল টাকার বিনিময়ে কয়েকটি লরিকে লাইনের বাইরে নিয়ে গিয়ে পার করে দিচ্ছে। এতে বৈধভাবে অপেক্ষমাণ বহু মালবাহী গাড়ি ঘণ্টার পর ঘণ্টা, কখনও দিন পর্যন্ত আটকে থাকছে। এতে ট্রিপ বাতিল হয়ে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন চালকরা।

ভুক্তভোগী চালকদের দাবি, চুড়াইবাড়ি গেটে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক স্ক্যানার মেশিন স্থাপন করে দ্রুত চেকিং প্রক্রিয়া শুরু করা হোক। এতে কম সময়ে তল্লাশি সম্পন্ন হবে এবং যানজট অনেকটাই কমবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande