
আগরতলা, ৩ ডিসেম্বর (হি.স.) : বিএসএফ প্রতিষ্ঠার হীরকজয়ন্তী উপলক্ষ্যে বুধবার আগরতলায় আয়োজন করা হল মোটরসাইকেল র্যালি। শালবাগান বিএসএফ ক্যাম্প থেকে যাত্রা শুরু করে র্যালিটি গোকুলনগর বিএসএফ ক্যাম্প পর্যন্ত অগ্রসর হয়। প্রায় শতাধিক বিএসএফ জওয়ান মোটরসাইকেল নিয়ে এই র্যালিতে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিপুরার জনগণের মধ্যে বিএসএফ-এর কাজ, দায়িত্ব ও দেশের সুরক্ষায় তাঁদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই র্যালির মূল উদ্দেশ্য। একই সঙ্গে রাজ্যের যুবসমাজকে সীমান্তরক্ষী বাহিনীতে যোগদানের অনুপ্রেরণা প্রদানও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিএসএফ-এর আইজি অলক কুমার চক্রবর্তী বলেন, “দেশের সুরক্ষায় বিএসএফ-এর নিরলস ভূমিকা তুলে ধরতেই এই র্যালির আয়োজন। ত্রিপুরার যুবসমাজকে বিএসএফে যোগ দিয়ে দেশের সেবা করার আহ্বান জানাই।”
র্যালি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।বিএসএফ-এর এই উদ্যোগ ত্রিপুরার জনগণের সঙ্গে বাহিনীর সম্পর্ক আরও গভীর করতে সহায়ক হবে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ