
বিশালগড় (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : বুধবার সকালে ফের সড়ক দুর্ঘটনা ঘটে সিপাহীজলা জেলার বিশালগড়ের ভূঁইয়ারমাথা এলাকয়। বাইকের ধাক্কায় গুরুতর আহত হন সরস্বতী সাহা নামে এক পথচারী মহিলা। দুর্ঘটনায় তাঁর একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে ভর্তি করেন। পরে বিশালগড় থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনা রোধে পুলিশ-প্রশাসন কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
অগ্নিনির্বাপক দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে বিশালগড় মহকুমায় মোট ৩৫৯টি সড়ক দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে—যা সাম্প্রতিক বছরের মধ্যে রেকর্ড। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও নজরদারির অভাবকে এই দুর্ঘটনা বৃদ্ধির জন্য দায়ী করছেন বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, নিয়মিত ট্রাফিক নজরদারি, স্পিড ব্রেকার স্থাপন, সিসিটিভি নজরদারি এবং কঠোর আইন প্রয়োগ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে। প্রতিনিয়ত যানবাহন দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে বিশালগড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন—“কোথায় বাস করছি আমরা?”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ