জোলাইবাড়িতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
বিলোনিয়া (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার পশ্চিম জোলাইবাড়িতে বুধবার সন্ধ্যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের মধ্যে নিভে গেল তিনটি জীবনদীপ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ
সড়ক দুর্ঘটনা


বিলোনিয়া (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার পশ্চিম জোলাইবাড়িতে বুধবার সন্ধ্যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের মধ্যে নিভে গেল তিনটি জীবনদীপ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

প্রথম মোটরবাইকটির (নম্বর টিআর০৩ই-৭৩২০) আরোহী ছিলেন জোলাইবাড়ির সাহাপাথর এলাকার দুই যুবক—মুকেশ ত্রিপুরা (২১) ও প্রিয়াংশু দত্ত (২১)। অপর মোটরবাইকটির (নম্বর টিআর০৮ডি-৭৪০৭) চালক ছিলেন বিপ্লব শীল শর্মা (৫৩)। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে তিনজনই ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে জোলাইবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠায়। দক্ষিণ জেলার পুলিশ সুপার মড়িয়া কৃষ্ণা শোক প্রকাশ করে বলেন, “ওভারটেকের তাড়াহুড়ো কিংবা বেপরোয়া গতির কারণে প্রতিদিনই আমরা মূল্যবান প্রাণ হারাচ্ছি। সকলকে অনুরোধ, পরিবারের কথা ভেবে দায়িত্বশীলভাবে গাড়ি চালান।” তাঁর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমার এসডিপিও বাপি দেববর্মা ও বাইখোড়া থানার অফিসার ইনচার্জ।

দুই যুবকের অকাল মৃত্যু এবং এক মধ্যবয়সী ব্যক্তির প্রয়াণে এলাকায় নেমে এসেছে গভীর শোক। আত্মীয়-পরিজনসহ সাধারণ মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে জোলাইবাড়ি অঞ্চল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande