কলকাতায় একাধিক কর্মসূচি অমিত শাহর
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরিষ্ঠ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার কলকাতা সফরে। এদিন তাঁর দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বিজেপি তাদের সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছে। বিজেপির
কলকাতায় একাধিক কর্মসূচি অমিত শাহর


কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরিষ্ঠ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার কলকাতা সফরে। এদিন তাঁর দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বিজেপি তাদের সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছে।

বিজেপির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তথ্য থেকে জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ সকাল সাড়ে ১১টায় কলকাতায় একটি সাংবাদিক সম্মেলন করবেন। কলকাতার হোটেল অল্ট-এয়ারে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় দুই ঘন্টা পরে, দুপুর দেড়টা নাগাদ ওই একই হোটেলে বিজেপির প্রদেশ কোর কমিটির একটি বৈঠক হবে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরিষ্ঠ নেতা অমিত শাহ এই বৈঠকে উপস্থিত থাকবেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande