খালেদা জিয়া-র প্রয়াণে নরেন্দ্র মোদীর শোকপ্রকাশ
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধামন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোকবার্তায় তিনি জানান, তাঁর প্রয়াণে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্ত
খালেদা জিয়া-র প্রয়াণে নরেন্দ্র মোদীর শোকপ্রকাশ


নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধামন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোকবার্তায় তিনি জানান, তাঁর প্রয়াণে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। তিনি শোকবার্তায় খালেদা জিয়ার পরিবার-পরিজন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে এ শোক সহ্য করার শক্তি দিতে সর্বশক্তিমানের কাছে প্রার্থনাও করেছেন মোদী। বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেও তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন মোদী। এক্স-এর পোস্টে ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেছেন নরেন্দ্র মোদী। তাঁর আশা, খালেদার রাজনৈতিক দৃষ্টি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশকে পথ দেখাবে। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন মোদী।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande