ঘন কুয়াশা, দেশজুড়ে ব্যাহত বিমান পরিষেবা
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): কুয়াশার দাপটে মঙ্গলবারও দিল্লির বিমান পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে সকাল ৮টার মধ্যে ১৫০টিরও বেশি বিমান পরিষেবা বিলম্ব হয়েছে। যদি
কুয়াশার জেরে বাতিল বিমান


নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): কুয়াশার দাপটে মঙ্গলবারও দিল্লির বিমান পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে সকাল ৮টার মধ্যে ১৫০টিরও বেশি বিমান পরিষেবা বিলম্ব হয়েছে। যদিও সোমবার পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ওই দিন ৫৫০টিরও বেশি উড়ান দেরিতে ছেড়েছিল। সেই সঙ্গে ১৩০টি বিমান বাতিলের পাশাপাশি অন্তত ৮টি উড়ানের রুট পরিবর্তন করা হয়েছিল। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলি যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। দিল্লি ছাড়াও চণ্ডীগড়, অমৃতসর, রাঁচি ও কলকাতার বিমান পরিষেবা কুয়াশার কারণে প্রভাবিত হতে পারে বলে জানানো হয়েছে। তবে মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা কিছুটা উন্নত হওয়ায় বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande