
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল ৪ পথচারীর৷ আহত আরও বেশ কয়েকজন৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভান্ডুপ (পশ্চিম) স্টেশন রোড এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন ৩ জন মহিলা৷ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রীর দফতর থেকে লেখা হয়েছে, মুম্বইয়ের ভান্ডুপে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাহত। যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন৷
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ