নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর এক ঐতিহাসিক ঘটনার স্মরণে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৪৩ সালের এই দিনেই পোর্টব্লেয়ারে অতুলনীয় বীরত্ব ও সাহসের সঙ্গে ত্রিবর্ণ পতাকা উত্তোল
নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর এক ঐতিহাসিক ঘটনার স্মরণে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৪৩ সালের এই দিনেই পোর্টব্লেয়ারে অতুলনীয় বীরত্ব ও সাহসের সঙ্গে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি।

প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের এই মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কেবলমাত্র আকাঙ্খা থেকেই নয়, বরং শক্তি, কঠোর পরিশ্রম, ন্যায় এবং সম্মিলিত সংকল্পের মাধ্যমে অর্জন করতে হয়। এই ভাব প্রকাশে প্রধানমন্ত্রী এক চিরন্তন সংস্কৃত শ্লোক সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande