মালয়ালম অভিনেতা মোহনলালের মাতৃবিয়োগ
মুম্বই, ৩০ ডিসেম্বর (হি. স.): মালয়ালম চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মোহনলালের মা সান্থাকুমারী মঙ্গলবার ৯০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। কোচির এলামক্কারায় এলাকায় নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অমৃতা হাসপাতালের চিকিৎসকরাই তাঁর মৃত্যুর বিষ
মালয়ালম অভিনেতা মোহনলালের মাতৃবিয়োগ


মুম্বই, ৩০ ডিসেম্বর (হি. স.): মালয়ালম চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মোহনলালের মা সান্থাকুমারী মঙ্গলবার ৯০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। কোচির এলামক্কারায় এলাকায় নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অমৃতা হাসপাতালের চিকিৎসকরাই তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণী চলচ্চিত্র মহলে শোকের ছায়া নেমে আসে। সেই সময় নিজের আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা মোহনলাল। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে শুটিং ছেড়ে কোচির উদ্দেশে রওনা দেন তিনি।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সান্থাকুমারী। খবর পেয়ে পরিবারের ঘনিষ্ঠজন এবং চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তি তাঁদের বাড়িতে পৌঁছে শোকপ্রকাশ করেন। সুপারস্টার মামুট্টিও উপস্থিত থেকে সান্থাকুমারীর প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৫-এ পরিবার-পরিজনের সঙ্গে কোচিতেই নিজের ৯০তম জন্মদিন পালন করেছিলেন সান্থাকুমারী। মায়ের সঙ্গে মোহনলালের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বহুবার সেই আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরেছেন। দাদাসাহেব ফাল্কে পুরস্কার প্রাপ্তির পরেও প্রথমে মায়ের সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন অভিনেতা। মাতৃদিবস উপলক্ষে শৈশবের একটি ছবি শেয়ার করেও মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন তিনি।

মায়ের প্রয়াণে গভীর শোকাহত অভিনেতা মোহনলাল। পাশাপাশি ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তাঁকে সমবেদনা ও শ্রদ্ধা জানাচ্ছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande