রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে হামলার খবরে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনে হামলার চেষ্টার ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল আন্তর্জাতিক মহলে। এ বার ওই ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান,
রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে হামলার খবরে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনে হামলার চেষ্টার ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল আন্তর্জাতিক মহলে। এ বার ওই ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান, তা আরও এক বার বুঝিয়ে দিলেন তিনি। জানান, কূটনৈতিক প্রচেষ্টাতেই শান্তি ফিরবে। মোদীর পরামর্শ, শান্তি নষ্ট করে এমন কিছু করা উচিত নয়।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে এক পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, রুশ প্রেসিডেন্টের বাসভবনে হামলার খবরে গভীর ভাবে উদ্বিগ্ন। চলমান কূটনৈতিক প্রচেষ্টাই শত্রুতার অবসান এবং শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ। সংশ্লিষ্ট সকলকে এই প্রচেষ্টায় মনোযোগী হওয়ার আহ্বান করছি। একই সঙ্গে নরেন্দ্র মোদীর পরামর্শ, এই প্রচেষ্টাকে দুর্বল করতে পারে এমন যে কোনও পদক্ষেপ এড়িয়ে চলতে হবে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande