
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধামন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া-র মৃত্যুতে লিখিত বার্তায় গভীর শোকপ্রকাশ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ (বাংলাদেশের সময় অনুযায়ী) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদা জিয়ার।
এদিন শোকবার্তায় শেখ হাসিনা লেখেন, ‘বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য এক বিরাট ক্ষতি। জাতির প্রতি তাঁর অবদান ভোলার নয়। আমি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি।’
পাশাপাশি খালেদা জিয়ার পুত্র ও তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে হাসিনা লিখেছেন, ‘আমি তাঁর পুত্র তারেক রহমান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বৃহত্তর বিএনপি পরিবারের প্রতিও আমার সমবেদনা। আমি আশা করি সর্বশক্তিমান আল্লা তাঁদের এই শোক সামলানোর জন্য ধৈর্য, শক্তি এবং সান্ত্বনা দান করবেন।’
হিন্দুস্থান সমাচার / সোনালি