খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ রাহুল গান্ধীর
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি মঙ্গলবার এক্স হ্যান্ডলে লেখেন- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুত
খালেদা জিয়া


নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি মঙ্গলবার এক্স হ্যান্ডলে লেখেন- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত। তাঁর দীর্ঘ পেশাদার জন-জীবনে, বাংলাদেশের রাজনৈতিক যাত্রাপথে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮০। অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক ছিল। হাসপাতালে সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande