অনুপ্রবেশ নিয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): অনুপ্রবেশ নিয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্যকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| তিনি বলেন, এই রাজ্যে সরকার নিজেদের ভূমি দিয়ে দিচ্ছে অনুপ্রবেশের জন্য। এটা গোটা দেশের জন্য বিপজ্জনক। এই রাজ্য সরকার ৩৭০ ধারার
অমিত শাহ


কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): অনুপ্রবেশ নিয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্যকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| তিনি বলেন, এই রাজ্যে সরকার নিজেদের ভূমি দিয়ে দিচ্ছে অনুপ্রবেশের জন্য। এটা গোটা দেশের জন্য বিপজ্জনক। এই রাজ্য সরকার ৩৭০ ধারার বিরোধ করে, সব কিছুতে বিরোধ করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর প্রতি সরাসরি প্রশ্ন তোলেন, কেন রাজ্য সরকার বর্ডার ফেন্সিং করার জন্য জমি দিচ্ছে না। তিনি প্রশ্ন করেন, ভৌগলিক দিক থেকেও গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ। অনুপ্রবেশকারীরা ঢুকে গ্রামে গ্রামে ঢুকে যাচ্ছে। পুলিশ কী করছে? অসম, ত্রিপুরায় অনুপ্রবেশ বন্ধ হয়েছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাবে কেন অনুপ্রবেশ হয় না? কারণ আপনার সরকার এটি সমর্থন করে। বাংলার মানুষ এটার পরিবর্তন চাইছে। অনুপ্রবেশ শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, বর্তমানে এটি দেশের সুরক্ষা, সংস্কৃতি বাঁচানোর লড়াই। তাই সীমান্ত বন্ধ করতেই হবে। সেটা একমাত্র বিজেপি পারবে।

এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে সরব হন অমিত শাহ| তিনি বলেন, তৃণমূল সরকার আসার পর থেকে একের পর এক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কি উত্তর দিতে পারবেন কেন আপনার মন্ত্রীর বাড়ি থেকে ২৭ কোটি টাকা পাওয়া যায়? এই সরকারের কোনও দায়বদ্ধতা নেই বাংলার মানুষদের প্রতি। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রনাথ সিনহা, কুনাল ঘোষ, পরেশ অধিকারী সহ তৃণমূলের বহু নেতা মন্ত্রী জেলে গেছেন।

তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্যের নারী নিরাপত্তার প্রসঙ্গও| তিনি বলেন, এই রাজ্যে নারী নিরাপত্তা নেই আর মহিলাদের সন্ধ্যা ৭টায় ঘরে ঢুকতে বলা হয়। আরজি কর বা সন্দেশ খালি, দুর্গাপুর, কসবা ল কলেজ সহ বহু এমন ঘটনা সামনে আসছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande