
মুম্বই, ৩০ ডিসেম্বর (হি.স.) : মুম্বইয়ের ভাণ্ডুপ শহরতলির বাস ডিপোতে সোমবার গভীর রাতে বাসের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ১০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। আহতদের রাজাওয়াড়ি ও এমটি আগরওয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহারাষ্ট্র সরকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এই ঘটনায় শোকপ্রকাশ করে বলেন, মুম্বইয়ের ভাণ্ডুপ রেলস্টেশনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনায় চার জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। নিহতদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মহারাষ্ট্র রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজাওয়াড়ি হাসপাতালে এক অজ্ঞাত পরিচয় মহিলাকে মৃত অবস্থায় আনা হয়। এছাড়া প্রশান্ত লাড (৫১) নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। এমটি আগরওয়াল হাসপাতালে আরও ৩ জনকে মৃত অবস্থায় আনা হয় এবং ৯ জন আহতের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, সোমবার গভীর রাতে ভাণ্ডুপ রেলস্টেশনের কাছে বাস ডিপোতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় ডিপোর ভিতরে বাস ধরার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর বাসটি উঠে যায়। দুর্ঘটনার সময় বাস চালাচ্ছিলেন সন্তোষ রমেশ সাওয়ান্ত এবং বাসে কন্ডাক্টর হিসেবে উপস্থিত ছিলেন ভগবান ঘারে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ বাস চালক ও কন্ডাক্টরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এদিকে মুম্বই কংগ্রেসের সভাপতি ও লোকসভা সাংসদ বর্ষা গায়কোয়াড় এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বেস্ট বাস পরিষেবার অব্যবস্থা, ত্রুটিপূর্ণ বাস ও পর্যাপ্ত সংস্কারের অভাবের কারণে প্রতিদিন সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য