হিন্দুদের মনে যে ক্ষত তৈরি হয়েছে তা আর কোনও মলমেই সারাতে পারবে না তৃণমূল, মন্তব্য অমিত শাহের
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): সাম্প্রদায়িক তুষ্টিকরণ চরমে নিয়ে গেছে তৃণমূল। এখন হিন্দুদের মনে যে ক্ষত তৈরি হয়েছে তা আর কোনও মলমেই সারাতে পারবে না তৃণমূল। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র
অমিত শাহ


কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): সাম্প্রদায়িক তুষ্টিকরণ চরমে নিয়ে গেছে তৃণমূল। এখন হিন্দুদের মনে যে ক্ষত তৈরি হয়েছে তা আর কোনও মলমেই সারাতে পারবে না তৃণমূল। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ|

তিনি তৃণমূলকে নিশানা করে বলেন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার প্রতিবাদ করেছিল তৃণমূল। কারণ নিজেদের ভোটব্যাঙ্ক। তিনি আরও বলেন, জিডিপিতে বাংলা এক সময় তৃতীয় স্থানে ছিল বর্তমানে সেটি ২২ তম স্থানে নেমে গেছে। বাম এবং তৃণমূল শাসনের আগে বাংলার মানুষ জাতীয় আয়ের থেকে বেশি রোজগার করত। এখন সেটা কমে ৭৩ টাকা হয়ে গেছে। যাকে এক সময় সোনার বাংলা বলা হত আজ সেই বাংলা নেই। সব ইন্ডাস্ট্রি ছেড়ে যাচ্ছে। আয়ুষ্মান ভারত লাগু করতে দেয়নি। কেন্দ্রের একাধিক প্রকল্প লাগু হতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষের অপরাধ কী? কেন্দ্র মানুষের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা দিচ্ছে। কিন্তু মমতা বন্দোপাধ্যায় সাধারণ মানুষকে সেই সুবিধা পেতে দিচ্ছেন না। কারণ এই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়ছে।

তিনি অভিযোগ করে বলেন, রাজ্যে কোথাও গণতন্ত্র নেই। ৩০০ এর বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। আজও ৩০০০ এর বেশি কর্মী ঘরছাড়া। বিজেপি কর্মীদের উপর অত্যাচার, মহিলা কর্মীদের হেনস্থা, শারীরিক অত্যাচার করা হয়েছে। দেশের প্রথম মোটর কারখানা, পাওয়ার প্ল্যান্ট, হাই রাইজ, জুট মিল, মেট্রো, আধুনিক বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছুই পশ্চিমবঙ্গে হয়েছে। কিন্তু এই সব কিছুই তৃণমূলের আমলে হয়নি। বরং তৃণমূল এই রাজ্যকে পিছিয়ে দিচ্ছে। বাংলাকে পুরো শেষ করে দিয়েছে। ৭০০০ এর বেশি সংস্থা বাংলা ছেড়ে চলে গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande