
আলমোড়া, ৩০ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় খাদে পড়ে গেল যাত্রিবাহী বাস। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত কমপক্ষে ১১ জন। পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি বাসটিতে ১৯-২০ জন যাত্রী ছিলেন। রামনগরের দিকে যাচ্ছিল বাসটি। মাঝ পথে ভিকিয়াসেন এলাকায় নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি গভীর খাদে পড়ে গিয়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রবল শীত ও কুয়াশায় আঁকাবাঁকা পথ ঠাহর করতে পারেননি চালক। উল্টে যাওয়া বাসে আরও যাত্রী আটকে থাকতে পারেন বলে সন্দেহ রয়েছে। জেলা সদর থেকে প্রায় ১০০ কিমি দূরে দুর্ঘটনাস্থল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ