‘খুব খারাপ’ দিল্লির বাতাস, উদ্বেগে রাজধানীর বাসিন্দারা
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): বছরের শেষে এসেও ঘন কুয়াশা ও বায়ুদূষণে বিপর্যস্ত দেশের রাজধানী। মঙ্গলবার সকালেও দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) খুবই খারাপ। এ দিন সকাল ৮টায় দিল্লির বাতাসের মান ছিল ৩৮৮। যা ‘খুবই খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে। পরি
দিল্লির দূষণ


নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): বছরের শেষে এসেও ঘন কুয়াশা ও বায়ুদূষণে বিপর্যস্ত দেশের রাজধানী। মঙ্গলবার সকালেও দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) খুবই খারাপ। এ দিন সকাল ৮টায় দিল্লির বাতাসের মান ছিল ৩৮৮। যা ‘খুবই খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে। পরিসংখ্যান বলছে, ২০১৮ সালের পর চলতি বছরের ডিসেম্বর হলো দিল্লির সবচেয়ে দূষিত। সোমবার পর্যন্ত চলতি মাসের গড় বায়ুমান সূচক দাঁড়িয়েছে ৩৪৯, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, গত আট দিন ধরে দিল্লির বাতাসের মান ধারাবাহিকভাবে ‘খুবই খারাপ’ পর্যায়ে পৌঁছেছে।

উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande