
শ্রীনগর, ৩০ ডিসেম্বর (হি.স.) : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে জম্মু–কাশ্মীরের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভুস্বর্গের উঁচু এলাকাগুলিতে ১ জানুয়ারি পর্যন্ত নতুন করে তুষারপাত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।
আইএমডি সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং সন্ধ্যার দিকে বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে। ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে অধিকাংশ এলাকায় হালকা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও মধ্য কাশ্মীরের কিছু উঁচু অঞ্চলে মাঝারি মাত্রার তুষারপাত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, জোজিলা–দ্রাস পথ এবং সিয়াচিন এলাকায় তুষারপাতের মাত্রা বেশি হতে পারে। পাশাপাশি কার্গিল ও জান্সকার অঞ্চলের কিছু অংশ এবং লেহ জেলার উঁচু এলাকাতেও হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই রাজদান টপ ও জোজিলা পাস সহ কাশ্মীরের একাধিক উঁচু এলাকায় তুষারপাত শুরু হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। এদিকে, নববর্ষ উদযাপন উপলক্ষে কাশ্মীরের শীতকালীন পর্যটন কেন্দ্রগুলিতে বিপুল সংখ্যক পর্যটক পৌঁছেছেন। গত বছর এই সময়ে ভারী তুষারপাত না হলেও চলতি বছরে তুষারপাতের সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৩১ ডিসেম্বর ভারী তুষারপাতের কারণে জোজিলা গিরিপথে সাময়িকভাবে সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে উড়ান পরিষেবা বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া দফতরের মতে, ১ জানুয়ারির দুপুরের পর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে এবং এরপর ১২ জানুয়ারি পর্যন্ত আবহাওয়াআরবড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
প্রশাসনের তরফে পর্যটক, যাত্রী এবং পরিবহণ সংস্থাগুলিকে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা মেনে চলার এবং সেই অনুযায়ী যাত্রা পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে কাশ্মীর–লাদাখ সংযোগকারী উচ্চ গিরিপথগুলিতে। সংশ্লিষ্ট দফতরগুলিকেও যেকোনও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য