জিন্দে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২,আহত ৩
জিন্দ, ৪ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার জিন্দ জেলায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, তিনজন গুরুতর আহত হয়েছে।বৃহস্পতিবার সকালে ইন্দাল খুর্দ গ্রামের কাছে বারওয়ালা রোডে ঘটনাটি ঘটেছে।
জিন্দে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২,আহত ৩


জিন্দ, ৪ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার জিন্দ জেলায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, তিনজন গুরুতর আহত হয়েছে।বৃহস্পতিবার সকালে ইন্দাল খুর্দ গ্রামের কাছে বারওয়ালা রোডে ঘটনাটি ঘটেছে।

এক পুলিশ আধিকারিক জানান , মৃতদের নাম অজয়(৩৫) এবং সোনিয়া(৩০)। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। তারা মুনাক গ্রামের বাসিন্দা। দম্পতির এক বছরের মেয়ে সহ আরও তিনজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ছয়জন সুলখানিতে বিয়ের অনুষ্ঠান সেরে গাড়িতে করে করণালে ফিরছিল। ইন্দাল খুর্দ গ্রামের কাছে বারওয়ালা রোডে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেে হাসপাতালে পাঠায় । সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। পরে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande