নাগৌরে ট্রেলার ও গাড়ির সংঘর্ষে মৃত ২ আহত ৫
নাগৌর, ৪ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের নাগৌর জেলায় ট্রেলারের সঙ্গে গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে দিদোয়ানা-কুচামান জেলার নিম্বি যোধা কালভার্টের কাছে ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে । গুরুতর আহত আরও ৫ জন। বৃহ
নাগৌরে ট্রেলার ও গাড়ির সংঘর্ষে মৃত ২ আহত ৫


নাগৌর, ৪ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের নাগৌর জেলায় ট্রেলারের সঙ্গে গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে দিদোয়ানা-কুচামান জেলার নিম্বি যোধা কালভার্টের কাছে ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে । গুরুতর আহত আরও ৫ জন।

বৃহস্পতিবার সকালে দিদোয়ানা-কুচামান জেলার নিম্বি যোধা কালভার্টের কাছে ট্রেলারের সঙ্গে গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। পরে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদের নাম রোহিত প্রজাপত (২৪) এবং মনমিত প্রজাপত (২৭)। তারা উভয়েই নাগৌরের বাসিন্দা। আহতদের নাম নেহা (২৫), পিঙ্কি (৪৭), মুকেশ প্রজাপত (৫০), পূজা (২৩) তিনি যশবন্তগড়ের বাসিন্দা। গাড়ি চালক রোমিল পাওয়ার সুজনগড়ের বাসিন্দা।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande