
পশ্চিম সিংভূম, ৪ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে । টোকলো রোডের একটি বাড়ি থেকে মাদক উদ্ধার হয়। পুলিশ এক যুবকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, ধৃত যুবকের নাম রাজা সিং কৌশল, টোকলো রোডের বাসিন্দা। যুবক দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক ( ব্রাউন সুগার) বিক্রির সঙ্গে জড়িত ছিল । বুধবার রাতে একটি পুলিশ দল তার বাড়িতে তল্লাশি চালায়। বাড়িটি তল্লাশির সময় মোট ৬৮ প্যাকেট মাদক ( ব্রাউন সুগার) উদ্ধার করে। প্যাকেটগুলি ছাড়াও, পুলিশ একটি মোবাইল ফোন এবং একটি বাইক বাজেয়াপ্ত করেছে। মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন