
হাওড়া, ৪ ডিসেম্বর (হি.স.): হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙায় একটি এটিএমে লুটপাটের পরে তাতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা হাওড়া-আমতা রোডের পাশে ওই এটিএম থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে তদন্তে এসে পুলিশ জানায়, এটিএম মেশিন সম্পূর্ণ ভাঙা হয়েছে। এর পরে লুটপাট চালিয়ে দুষ্কৃতীরা এটিএমে আগুন ধরিয়ে দেয়। তবে, তারা ঠিক কত টাকা লুট করেছে, তা এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ