
বারুইপুর, ৪ ডিসেম্বর (হি. স.): পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির দুই কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ ব্যাপারে বৃহস্পতিবার বারুইপুরের মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ জানায় কৃষক, শ্রমজীবীদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত মঞ্চ এনআরজিএ সংঘর্ষ মোর্চা। পরে বারুইপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মলনে মোর্চার সদস্যরা জানান, পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির দুই সদস্য বাসনা সর্দার ও বাস্কর তুঙ্গ কুলতলির চুপরিঝাড়া অঞ্চলে গ্রামবাসীদের মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান আইনের অধীন বেকারভাতার জন্য ফর্ম পূরণ করাচ্ছেলেন ও সংগঠনের সদস্য সংগ্রহের কাজ করছিলেন। সেই সময় চুপরিঝাড়া অঞ্চলের প্রধান কণিকা ভুঁইয়ার স্বামী তৃণমূল নেতা পবন ভুঁইয়ার নেতৃত্বে তৃণমূলের লোকজন হামলা চালায়। পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেলেও অভিযোগ নেওয়া হয়নি। দিনকয়েক আগে নামখানায় খাদিজা খাতুন নামে শ্রমজীবী মহিলা সমিতির এক মহিলাকেও হেনস্থা করা হয়। পুলিশ তাঁকে বেআইনি ভাবে থানায় আটকে রাখে। মিথ্যা কেসে ফাঁসিয়ে গ্রেফতারও করে। এনআরজি সংঘর্ষ মোর্চার তরফে তথ্য অনুসন্ধানকারী দল তৈরি করে ঘটনার তদন্ত করানো হয়। তাঁদের দেওয়া রিপোর্ট নিয়েই এ দিন বারুইপুর পুলিশ জেলার সুপারের দফতরে আসেন মোর্চার সদস্যরা। পরে মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করেন তাঁরা। মোর্চার অন্যতম আহ্বায়ক অনুরাধা তালওয়াড় বলেন, “দিকে দিকে আমাদের কর্মীদের উপর শাসক দলের আক্রমণ নেমে আসছে। পুলিশ তৃণমূলের দলদাসের মত ভূমিকা পালন করছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা