
রায়পুর, ৪ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলার পশ্চিম বস্তার ডিভিশনের নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনী বড় সাফল্য অর্জন করেছে। বিলাসপুরের একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বৃহস্পতিবার এমনই বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। লড়াইয়ে এখনও পর্যন্ত ১৬ জন নকশাল নিহত হয়েছে। অভিযান এখনও চলমান। এদিন মুখ্যমন্ত্রী শহিদ ডিআরজি–র ৩ জন জওয়ানকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের পরিবারকে শক্তি দিক ঈশ্বর। আহত দুই জওয়ান সম্পূর্ণ নিরাপদে রয়েছেন এবং চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের শহিদদের ত্যাগ বৃথা যাবে না। নকশালবাদ নির্মূলের পথে আমরা অটল।”
প্রসঙ্গত , ছত্তিশগড়ের বিজাপুর জেলার পশ্চিম বস্তার ডিভিশনের একটি জঙ্গলে বুধবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছিল। লড়াইয়ে এখনও পর্যন্ত ১৬ জন নকশাল নিহত হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী আরও ৪ টি মৃতদেহ উদ্ধার করে।
নকশালদের সঙ্গে সংঘর্ষে দুইজন জওয়ান আহত হয়েছেন, দুজনেই আপাতত আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এছাড়াও শহিদ হয়েছেন ডিআরজি–র ৩ জন জওয়ান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য