মহাকালেশ্বরের ভস্মারতি শেষে হৃদরোগে ভক্তের মৃত্যু
উজ্জয়িনী, ৪ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে বৃহস্পতিবার এক ভক্ত হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। ওই ভক্ত ভস্মারতি শেষে বের হচ্ছিলেন, তখনই তাঁর হঠাৎ অসুস্থতা দেখা দেয়। মন্দির কমিটি সূত্রে জানা গ
মহাকালেশ্বরের ভস্মারতি শেষে হৃদরোগে ভক্তের মৃত্যু


উজ্জয়িনী, ৪ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে বৃহস্পতিবার এক ভক্ত হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। ওই ভক্ত ভস্মারতি শেষে বের হচ্ছিলেন, তখনই তাঁর হঠাৎ অসুস্থতা দেখা দেয়।

মন্দির কমিটি সূত্রে জানা গেছে, সকালবেলা মন্দির প্রাঙ্গণে সত্তর বছরের ভক্ত ভোগেশ মিশ্র (সুধামা নগরের বাসিন্দা) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে তাঁকে মন্দিরের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। তাঁর মৃত্যু হয়|

প্রসঙ্গত , উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মহাদেবের মন্দিরটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। স্থানীয়দের বিশ্বাস, ভগবান মহাকালেশ্বরের নির্দেশেই চালিত হয় এখানকার মানুষের জীবনযাত্রা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande