আর জি কর-কাণ্ডে অভিযুক্ত চিকিৎসকেরা আদালতে হাজিরা দিয়ে জামিন নিলেন
কলকাতা, ৪ ডিসেম্বর, (হি.স.): আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন যে সমস্ত চিকিৎসক, তাঁদের একাংশের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সেই জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকেরা বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিয়
আর জি কর-কাণ্ডে অভিযুক্ত চিকিৎসকেরা আদালতে হাজিরা দিয়ে জামিন নিলেন


কলকাতা, ৪ ডিসেম্বর, (হি.স.): আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন যে সমস্ত চিকিৎসক, তাঁদের একাংশের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সেই জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকেরা বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিয়ে জামিন নিলেন।

আর জি কর আন্দোলনের সময়ে সহকর্মীর জন্য বিচার চেয়ে এবং রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় সংস্কার চেয়ে চিকিৎসকদের একাংশ ধর্নায় বসেছিলেন। অনশন করেছিলেন। সে সময় পুলিশের একাধিক কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। সেই সংক্রান্ত মামলাতেই পদক্ষেপ করে পুলিশ।

আন্দোলনকারী সেই জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। চার্জশিটে পুলিশ যাঁদের নাম নিয়েছে, তাঁদের মধ্যে আর জি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ, অনুষ্টুপ মুখোপাধ্যায়েরা রয়েছেন। রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামীও।

সূত্রের খবর, বৃহস্পতিবার মোট ১১ জন ব্যাঙ্কশাল আদালতে যান এবং জামিনের আবেদন করেন। তাঁদের আবেদন মঞ্জুর করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande