
রায়পুর, ৪ ডিসেম্বর (হি.স.): সাইবার অপরাধের অভিযোগে পুলিশের তৎপরতায় ছত্তিশগড়ের দুর্গ অঞ্চলের রায়পুরে গ্রেফতার ৮ জন অভিযুক্ত । অভিযুক্তরা সুপেলার রাবণভাটার বাসিন্দা রঞ্জিত মহানন্দ, খুরশিপারের বাসিন্দা প্রমিলা জাঙহেল, সেক্টর ৩২-এর বাসিন্দা আকাশ রাও, রিসালি সেক্টরের বাসিন্দা বিপিন কুমার সিরসাম, সেক্টর ৫-এর বাসিন্দা মানভি বেরি, জুনওয়ানির বাসিন্দা আশীষ গুপ্ত, পিঙ্কি কুরে কোহকা, সুপেলার বাসিন্দা রমাকান্ত বানসোদ ।
বৃহস্পতিবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এক মাস আগে পুলিশ জানতে পারে একটি ব্যাংকের ২৭ টি অ্যাকাউন্ট থেকে মোট ১,২০,৫৭৯ লক্ষ টাকার অবৈধভাবে লেনদেন হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ব্যাংকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ওই ২৭ টি অ্যাকাউন্ট সম্মন্ধে যাবতীয় তথ্য সংগ্রহ করে। ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ৮ জনকে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক