
মির্জাপুর, ৪ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের রাজগড় ও জামালপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকদের ফসল। বৃহস্পতিবার সকালে রাজগড়ের কুড়ি গ্রামে রামধন্নি বিন্দের লিজ নেওয়া পাঁচ একর জমিতে ধান রাখা গোলাঘরে হঠাৎ আগুন ধরে ফসল সম্পূর্ণ ভস্মীভূত হয়। দূর থেকে ধোঁয়া দেখে গ্রামবাসীরা ছুটে এলেও ততক্ষণে আগুনের শিখা পুরো গ্রাস করেছে। বিপুল ক্ষতির মুখে অসহায় কৃষকরা।
অন্যদিকে বুধবার সন্ধ্যায় জামালপুরের বেয়ারি গ্রামে জমিতে রাখা খড় পুড়ে যায়। নন্দলাল সিংয়ের লিজ নেওয়া জমিতে অঞ্জনী সিং চাষ করছিলেন। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, আগুন ভয়াবহভাবে সব গ্রাস করে। দুই ঘটনাতেই কৃষকরা বড় আর্থিক সংকটের মুখে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য