হুমায়ুনের বাবরি মসজিদের ঘোষণা অসাংবিধানিক, হস্তক্ষেপ চেয়ে মামলা
কলকাতা, ৪ ডিসেম্বর, (হি.স.): মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। এবার তা নিয়ে মামলা গড়াল কলকাতা হাই কোর্টে। হুমায়ুন কবীরের প্রস্তাব সংবিধানবিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দ
হুমায়ুনের বাবরি মসজিদের ঘোষণা অসাংবিধানিক, হস্তক্ষেপ চেয়ে মামলা


কলকাতা, ৪ ডিসেম্বর, (হি.স.): মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। এবার তা নিয়ে মামলা গড়াল কলকাতা হাই কোর্টে।

হুমায়ুন কবীরের প্রস্তাব সংবিধানবিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আইনজীবী সব্যসাচী চক্রবর্তী এই সংক্রান্ত মামলা দায়ের করেছেন। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নিয়মানুযায়ী মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন। কবে এই সংক্রান্ত মামলার শুনানি হবে তা এখনও স্পষ্ট নয়। তবে খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।

আইনজীবী সব্যসাচী চক্রবর্তীর দাবি, এহেন পদক্ষেপে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এমনকী হুমায়ুন কবীর যেভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন, সে বিষয়ে আদালত যাতে পদক্ষেপ করে সেই আবেদনও জানিয়েছেন আবেদনকারী আইনজীবী। এখন দেখার এই সংক্রান্ত মামলা কোন দিকে মোড় নেয়।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে হুমায়ুন কবীরকে আগাম গ্রেফতারের পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে লিখিতভাবে জানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

প্রসঙ্গত, মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। এজন্য তাঁর জমিও তৈরি। এহেন ঘোষণার পর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে শাসকদল তৃণমূল। এর মধ্যেই বৃহস্পতিবার দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে তৃণমূল। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ফিরহাদ হাকিম।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande