
সাব্রুম (ত্রিপুরা), ৪ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিকে পল্লী দাসপাড়া এলাকায় আদালতের নির্দেশ মোতাবেক প্রায় ১১টি পরিবারের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ ঘটনাস্থলে আসেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।
এদিন তিনি উচ্ছেদ–পীড়িত পরিবারগুলির সঙ্গে কথা বলেন, তাদের কাছ থেকে বিস্তারিতভাবে ঘটনাপ্রবাহ জেনে নেন এবং পুরো পরিস্থিতি পর্যালোচনা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আশ্বস্ত করে সভাধিপতি জানান, আদালতের রায় অনুযায়ী আইনকে সম্মান জানিয়ে প্রশাসন কাজ করছে। তবে আগামী দিনে কীভাবে এই পরিবারগুলিকে বৈধ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়া যায়, তা জেলা প্রশাসন গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
দীপক দত্তের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রিয় ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী জিতেন ত্রিপুরা, তাপস লোধসহ আরও অনেকে। প্রশাসনের এই তৎপরতায় এলাকার উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ