প্রয়াত চলচ্চিত্র নির্মাতা এ.ভি.এম. সারাভানন
চেন্নাই, ৪ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এ.ভি.এম. সারাভানন। বয়সজনিত অসুস্থতার কারণে তিনি ৮৬ বছর বয়সে মারা যান। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ চেন্নাইতে তিনি মারা গেছেন। ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ তাঁর
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা এ.ভি.এম. সারাভানন


চেন্নাই, ৪ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এ.ভি.এম. সারাভানন। বয়সজনিত অসুস্থতার কারণে তিনি ৮৬ বছর বয়সে মারা যান। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ চেন্নাইতে তিনি মারা গেছেন। ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ তাঁর স্টুডিওতে রাখা হয়েছে।

তাঁর প্রযোজনা সংস্থা এভিএম-এর অধীনে তিনি অনেক হিট চলচ্চিত্রের প্রযোজনা করেছেন এবং পরিচালনা ও চিত্রনাট্যে যুক্ত ছিলেন। তিনি তেলেগু, কন্নড় এবং হিন্দি ভাষার শীর্ষস্থানীয় পরিচালক এবং অভিনেতাদের জন্য চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। তাঁর মৃত্যু তামিল সিনেমার জন্য একটি বড় ক্ষতি। তিনি তামিলনাড়ু সরকারের কাছ থেকে কালামানি পুরস্কার এবং পুদুচেরি সরকারের কাছ থেকে পুরস্কার এবং অন্যান্য অনেক সম্মাননা পেয়েছেন। ১৯৮৬ সালে মাদ্রাজের শেরিফ হিসেবেও দায়িত্ব পালন করেন ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande