বহরমপুরের সভায় নাম না করে ‘সাম্প্রদায়িক’ বিজেপিকে তোপ মমতার
মুর্শিদাবাদ, ৪ ডিসেম্বর, (হি.স.): মুর্শিদাবাদের মানুষ অশান্তি পছন্দ করেন না। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন, এটাই নিয়ম। বৃহস্পতিবার বহরমপুরের সভা থেকে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস কয়েক আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরে অ
মমতা বন্দ্যোপাধ্যায়


মুর্শিদাবাদ, ৪ ডিসেম্বর, (হি.স.): মুর্শিদাবাদের মানুষ অশান্তি পছন্দ করেন না। সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন, এটাই নিয়ম। বৃহস্পতিবার বহরমপুরের সভা থেকে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাস কয়েক আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরে অশান্তির ঘটনা নিয়ে বলতে গিয়ে নাম না করে বিজেপিকেও হুঁশিয়ারি দিলেন মমতা।

গত এপ্রিলে ওয়াকফের বিরোধিতায় অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক এলাকা। তা নিয়ে মমতা বলেন, “ধুলিয়ান-জঙ্গিপুরে একটা ঘটনা ঘটেছিল। সেই সময় জাকির হোসেনের সঙ্গে কথা বলেছিলাম। স্থানীয় কাউন্সিলরকে রাস্তায় দাঁড় করিয়ে বলেছিলাম, আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিন। হিন্দুরা যাতে নির্যাতিত না হন। এই বাংলা সম্প্রীতির বাংলা। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি।”

সে প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করে পদ্মশিবিরকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যারা সাম্প্রদায়িকতার রক্তে হোলি খেলছে, তাদেরও সতর্ক করছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande